আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্বামী- স্ত্রীর ভোট যুদ্ধ। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে রিপন হোসেনের সঙ্গে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি নেতা ও গতবারের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শেখ মো: সাজেদুল আলম স্বাধীন। এছাড়াও বর্তমান চেয়ারম্যানের স্ত্রী লিলি আক্তার ভ্যানগাড়ী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি করেছেন।
সরেজমিনে ওই ইউনিয়নের বিভিন্ন ভোটারের সাথে কথা বলে জানা গেছে স্বামী- স্ত্রী দু’স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নৌকার প্রার্থী রিপন হোসেনের ভোটের লড়াই বেশ জমে ওঠবে। বর্তমান চেয়ারম্যানের স্ত্রী লিলি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে নয়, নির্বাচনী কৌশল হিসেবে ভোটের মাঠে রয়েছেন বলেও অনেকেই মন্তব্য করেছেন। একই ইউনিয়নে স্বামী- স্ত্রী ভোটের মাঠে থাকায় নির্বাচনে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।
উল্লেখ্য, এবারের নৌকার প্রার্থী রিপন হোসেন গতবার বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে অপর স্বতন্ত্র প্রার্থী এবং গত দু’বারের নির্বাচিত চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীনের কাছে পরাজিত হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী লিলি আক্তার বলেন, জয়-পরাজয় বড় কথা নয় স্বামীকে সহযোগীতা করার জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এ ব্যাপারে শেখ মো: সাজেদুল আলম স্বাধীন বলেন, আমার স্ত্রী লিলি আক্তারকে নির্বাচনী কৌশল হিসেবে প্রার্থী বানিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
এ প্রসঙ্গে চারিগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা সিনিয়র মৎস অফিসার ওয়াহিদুল আবরার জানান, চারিগ্রাম ইউনিয়নে ভোটের মাঠে রয়েছেন নৌকার প্রর্থী রিপন হোসেন এবং দু’স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন ও তার স্ত্রী লিলি আক্তার। এ ইউনিয়নে সম্পূর্ণ সুস্থ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আমি প্রয়োজনীয় সর্বাত্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।