“আমরা বন্ধুরা আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিলাম আছি থাকবো” এ প্রতিপাকে সামনে রেখে নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্ত ৫’শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা, ডাকাতিয়া মেন্দা গ্রামে ও আওনা ইউনিয়নের ঘুইঞ্চার চর আশ্রয়ন প্রকল্পের বসবাস কারীদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
১৪১ জামালপুর-৪( সরিষাবাড়ী) আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি এর নির্দেশনায় ফ্রেন্ডস এসএসসি ৯১ বাংলাদেশ এর উদ্যোগে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী হিসেবে চাল ১০ কেজি,লবন ১কেজি, এসএমসির খাবার স্যালাইন ৬টি, মসুর ডাল ১ কেজি, পানি বিশুদ্ধকরণ বড়ি, মুড়ি আধা কেজি,চিনি আধা কেজি, সয়াবিন তৈল আধা কেজি, শুকনা বিস্কুট আধা কেজি, মিনারেল পানি দুই লিটার, গুঁড়োদুধ আধা কেজি, সুজি আধা কেজি,ডেটল সাবান, পেঁয়াজ ১কেজি,সেনেটারি ন্যাপকিন সহ প্যাকেটজাত করে এসব ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির প্রতিনিধি সরিষাবাড়ী পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,ফ্রেন্ডস এসএসসি ৯১ ব্যাচ এর সংগঠনের পক্ষে শফিউল আজম টফি, ডা: ইশা চৌধুরী, রফিকুল ইসলাম সোহেল, উজ্জল হায়াত,ইমতিয়াজ হোসেন শাকিল, তানভির আহমেদ পাভেল, মোক্তাদুল ইসলাম সজল জাহাঙ্গীর মোল্লাহ, বায়েজিদ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী উপজেলা
আঞ্চলিক শাখার সহ-সভাপতি আব্দুর রহিম,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।