সরাইলে বিকেলের পর আর সন্ধ্যার শুরুতে আলোওঢেকে দিচ্ছে কুয়াশার আলপনা সুর্ষের কিরণে মুক্তা মালা চোখে পড়ে,, কুয়াশার প্রতিটি কনা মুক্তার মতো জ্বলছে গ্রাষ্ম আর শীতের মধ্যে হেমন্ত যেন অপরূপ এক সেতু বন্ধন। ভাদ্রের মাঝামাঝি সঙ্গে থেকে ভোর পর্যন্ত শীতল হাওয়া আর বিকেলে ঝরতে থাকা ধুসর কুয়াশা জানাচ্ছে দুয়ারে শীত কড়া নাড়ছে। সরাইলে হাওড়ও গ্রামাঞ্চলের দৃশ্যমান এখন শীতের পদচিহ্ন। যদিও দু-দিন আগে ঝিরঝির বৃষ্টি থেকেই হিমেল বাতাস কবি-শিল্পীদের কানে কানে পৌঁছে দিয়েছিলো শীতের আগাম বার্তা। তবে, এবার তা সবার কাছে দৃশ্যমান।প্রতিদিন পড়ন্ত বিকেল থেকে বইতে শুরু করে মৃদু হিমেল বাতাস। আর রাত ভারি হওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতায় আর টিনের ছালে টুপটাপ শব্দ করে ঝরে পড়ে কুয়াশা। সবুজ ঘাসের বুকে মুক্ত দানায় ঝিকমিক করে উঠা সকালের শিশিরবিন্দু বলে যায় শীতের কথা। সরাইল উপজেলা গ্রামে গ্রামে ভোরের শিশির মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে শীত কে। ভোর বেলা ময়দানে ঘুরে দেখা যায়, ছবিতে সাজানো মাকরসার জালে আটকা পরেছে সাহিত্য প্রেমিরা। শিশির মাখা আশ্বিনের এক রাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ কৃষকের চোখে মুখেআনন্দের রেখা। তাই মাঠে প্রান্তরে ভোরবেলা শিশির মাখা ধানের ডগা জানান দিচ্ছে সম্ভাবনার বার্তা।