শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে ২১ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে।ধৃত জুয়াড়িরা হলো-সদর উপজেলার চরসাপমারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ চাঁন মিয়া (৪২),মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ আইজুল (২৮), হাওড়া হোসেনপুর গ্রামের মৃত সুরুজ্জামান খাঁনের ছেলে মোঃ ফারুক খাঁন (৫২),
আসকর আলীর ছেলে মোঃ মোস্তফা কামাল (২৯),মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আঃ হামিদ (২৯),মোঃ ইয়াছিন আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৬),হাওড়াগড় গ্রামের মৃত হামিদুল হকের ছেলে মোঃ খোরশেদ আলম (৩৫), ভাটপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে মোঃ আজিজুল হক (৫২),সূর্যদ্দী গ্রামের জামুশেখ ওরফে জামতুল্লাহ শেখের ছেলে মোঃ সুলতান (৩৮) ও মৃত নায়েব আলীর ছেলে মোঃ কালু মিয়া (৩৫)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হকের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক,সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম ও এএসআই সুমন করিম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামের জনৈক ডাঃ আবুল হোসেনের বসতবাড়ীর পিছনে একটি বাশঝাড়ের নিচে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ জুয়াড়িকে আটক করে।
এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যায়।ডিবির ওসি মোঃ রেজাউল হক ১০ জুয়াড়িকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।এব্যাপারে শেরপুর সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।বৃহম্পতিবার দুপুরে ধৃত জুয়াড়িদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।