শিশুদের খিচুড়ি খাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় বালুরচর গ্রামে স্ত্রীর ভাইয়ের হাতে খুন হয়েছে স্বামী রোমান মিয়া (৩০)।নিহত রোমান মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় বালুরচর গ্রামের আজিজুল হকের ছেলে।
নিহত রোমান মিয়ার বাবা আজিজুল হক, চাচা তোফাজ্জল, ভাই ভাসানী ও স্ত্রী রিতা বেগম সূত্রে জানা গেছে, শিশুদের খিচুড়ি খাওয়া নিয়ে ৩০ অক্টোবর শনিবার বিকেলে রোমান মিয়া ও তার স্ত্রীর ভাই সোলাইমানের পরিবারের মধ্যে পারিবারিক কলহ হয়।সেই কলহে সোলাইমান, তার বোনের শ্বশুর রোমান মিয়ার বাবা আজিজুল হককে মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
এই ঘটনা পরদিন সালিস হওয়ার কথা ছিল।ওই ঘটনার জেরধরে ওই দিন সন্ধ্যায় রোমান মিয়া মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বাঘবেড় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।নালিতাবাড়ী টু বারোমারি পাঁকা সড়কে ওঠার একটু আগেই ওঁৎ পেতে থাকা সোলাইমান ও তার সহযোগিরা হামলা করে রোমান মিয়া উপর।এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রোমান মিয়াকে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রোমান মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোমান মিয়ার স্ত্রী রিতা বেগম (২০) বলেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র দেড় বছর।দাম্পত্য জীবনে আমাদের দেড়মাসের একজন শিশু সন্তান রয়েছে। আমার ভাই আমার স্বামীকে হত্যা করেছে।অল্প বয়সে আমাকে স্বামীহারা করেছে। আমি আমার ভাইয়ের ফাঁসি চাই।নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল রোমান মিয়ার খুনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশি তদন্ত কাজ এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।