1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শিশু সন্তান ছিনিয়ে নিতে বাধা, দু'পক্ষের সংঘর্ষে আহত -৫
বাংলাদেশ । শুক্রবার, ০৩ মে ২০২৪ ।। ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

শিশু সন্তান ছিনিয়ে নিতে বাধা, দু’পক্ষের সংঘর্ষে আহত -৫

খলিলুর রহমান:
  • প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮২ বার পড়েছে
সরিষাবাড়ী জামালপুর
শিশু সন্তান ছিনিয়ে নিতে বাধা, দু'পক্ষের সংঘর্ষে আহত -৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছ থেকে শিশু সন্তান (ছেলে) ছিনিয়ে নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৬ ফেব্রয়ারি) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান এর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও আহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান এর মেয়ে মালা খাতুন এর সাথে একই গ্রামের জিন্নত এর ছেলে হুমায়ুন এর ২০২০ সালের ফেব্রয়ারিতে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকেই স্ত্রীর উপর নানা নির্যাতন করে আসে হুমায়ুন।

এর পরে গত ২০২১ সালের ১১ নভেম্বর তাদের ঘর আলোকিত করে একজন ছেলে সন্তান আসে। তারপরেও নানা অযুহাতে মালার উপর অমানবিক নির্যাতন চালায় তার স্বামী। এতো নির্যাতন সইতে না পেরে পরে মালাা খাতুন তার স্বামী হুমায়ুন কে গত ২০২১ সালের ২৮ নভেম্বর তালাক দেয়।

তালাকের পর গতকাল রোববার (৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় তার স্বামী হুমায়ূন ও তার ভাই হাফিজুর রহমান সহ অন্যান্য তাদের সহযোগী নয়া মিয়ার ছেলে সাদ্দাম,পলাশ ও উমর এর ছেলে হৃদয় সংঘবদ্ধ হয়ে মালা খাতুনের বাড়ীতে গিয়ে শিশু ফাইজুর রহমান মায়াজ কে তার মায়ের কোল থেকে অর্তকিত ভাবে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এ সময় মালা খাতুন এর চিৎকারে তার মা আকলিমা ও পিতা আব্দুল মান্নান, নানা আজিজুল হক, মামা মামুনুর রশিদ এগিয়ে এলে তাদের কে বেধড়ক মারপিট করে হাত ভেঙ্গে দেয়া সহ গুরুতর আহত করে। আহতরা হলেন,মালা খাতুন(২১),আকলিমা আক্তার (৩৫),আজিজুল হক(৫৫),আব্দুল মান্নান(৪৫) মামুনুর রশীদ(৩২)।

পরে আহতদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত আকলিমা আক্তার এর অবস্থার বেগতি দেখে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সাহেদুর রহমান গতকাল সোমবার (৭ ফেব্রয়ারি) সকালে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় ভাবে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, শিশু সন্তান ছিনিয়ে নিতে আমরা বাধা দিলে আমাদেরকে মারপিট করে হুমায়ুন ও তার ভাড়াটিয়া লোকজন। আমি এ ঘটনায় মামলা করবো।

তিনি প্রশাসনের কাছে এর বিচার দাবী জানান। জানতে চাইলে, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক দৈনিক কালজয়ীকে জানান, এ ঘটনায় কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD