1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
শামসুল'কে গৃহ নির্মাণ করে দিয়েছে জাগ্রত সিক্সটিন
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শামসুল’কে গৃহ নির্মাণ করে দিয়েছে জাগ্রত সিক্সটিন

আল আমিন কিবরিয়া:
  • প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ বার পড়েছে

কুমিল্লায় তরুণ প্রজন্মের সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত সিক্সটিন”র গৃহায়ণ প্রকল্পে পঙ্গু সামসুলের জন্য একটি ঘর উপহার দেওয়া হয়েছে।

জাগ্রত সিক্সটিন অসহায় মানুষের কল্যাণে বিরামহীন কাজ করে যাচ্ছে জানতে পেরে পঙ্গু সামসুল সংগঠনের সভাপতির কাছে একটি ঘর করে দেওয়ার অনুরোধ করেন। তারই ধারাবাহিকতায় জুলাই মাসে সভাপতি মোঃ রাশেদুল আলম (রাশেদ) সরেজমিনে তদন্ত করে জানতে পারেন কুমিল্লার মুরাদনগর থানাধীন পরমতলা গ্রামের সামসুল খুবই মানবেতর জীবন-যাপন করছেন। তার দুই মেয়ে, বড় মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছোট মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাদের থাকার মতো কোনো ঘর নাই, সংগঠনের পক্ষ থেকে তাকে এই ঘরটি উপহার দেওয়া হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমান মীর এই ধারাবাহিকতা বজায় রাখতে বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করেন।

গত ১৮ নভেম্বর থেকে সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী মোঃ আক্তারুজ্জামান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ মোল্লার নেতৃত্বে সংগঠনের সদস্য মোঃ সোহেল, মোঃ সিহাব, মোঃ ছাইদুল মোল্লা, মোঃ ছাইফুল, মোঃ সাজ্জাদ ভূইয়া, মোঃ রিমন ভূইয়া, মোঃ লিছান ভূইয়া, মোঃ মেহেদি ভূইয়া, মোঃ রিয়াদ সহ ঘরটি তৈরিতে নিরবচ্ছিন্ন কাজ করছেন।

আজ ৩রা ডিসেম্বর ২০২১ সামসুলের হাতে জাগ্রত সিক্সটিন’র সভাপতি মোঃ রাশেদুল আলম (রাশেদ) ঘরটি হস্তান্তর করেন। ঘরটি পেয়ে সামসুল আবেগে বলেন অনেকেই ঘর দিবে বলেছেন কিন্তু জাগ্রত সিক্সটিন দিয়েছেন, তাই আমি এই সংগঠনের প্রতি কৃতজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মোল্লা, সদস্য মোঃ জাকারিয়া মোঃ সাইফুল ইসলাম, অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর হোসেন (সুমন), ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD