মহান স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে। শরীয়তপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টেন ক্রিকেট লীগ ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১৫ ই মার্চ (মঙ্গলবার) সকালে শরীয়তপুর সদর উপজেলার পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ব্যবস্থাপনায়। এডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টেন ক্রিকেট লীগ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। তিনি বলেন, খেলাধুলা করলে মানুষের ব্রেইন পরিশুদ্ধ হয়। শারীরিক মানসিক দক্ষতা অনেক গুণে বেড়ে যায়। খেলোয়াড়রা অন্য সবার থেকে যেকোন কাজে দক্ষ। যারা খেলাধুলায় ভালো তারা সবজায়গাতেই ভালো। এই দক্ষতা গুলো ছড়িয়ে দেওয়া দরকার আছে এবং এই দক্ষতা গুলো চর্চার দরকার। তাই প্রতিনিয়ত খেলাধুলা চর্চা করা উচিত।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জাজিরা পৌরসভার মেয়র মোহাম্মদ ইদ্রিস মাদবর, শরীয়তপুর জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল মাদবর প্রমুখ।
খেলা পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিল শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বিএম ইসরাফিল ও জাকির কোতোয়াল।