বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিরাজ গুরতর আহত হয়েছে। তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপড় এ হামলা চালানো হয়। এ ঘটনায় ৪ জনকে আসামী করে শরণখোলা থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সাউথখালী ইউনিয়ন যুলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজীব জানান, গত ১৩ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে তার ছোট ভাই ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিরাজ ঔষধ কেনার জন্য সাউথখালীর তাফালবাড়ি বাজারে রাসেল শরীফের দোকানে যায়। সেখানে পুর্ব পরিকল্পিত ভাবে উপস্থিত হয় উপজেলার রায়েন্দা- তাফালবাড়ি গ্রামের রশীদ মৃধার ছেলে রাজ্জাক মৃধা, সোনাতলাগ্রামের শহীদ মৃধার ছেলে মিজান মৃধা, দক্ষিন তাফালবাড়ি গ্রামের আসমত আলী মোল্লার ছেলে আলামীন মোল্লা, সোনাতলা গ্রামের রশীদ মৃধার ছেলে জাহিদুল মৃধা।
তারা পুর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামকে লক্ষ্য করে নোংড়া ভাষায় গালা-গাল করতে থাকে। সাইফুল এর প্রতিবাদ জানালে আসামীরা তাকে লোহার রড ও লাঠি দিয়া এলোপাথারী পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। মামলার ১ নং আসামী রাজ্জাক তার ভাইকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। এ সময় তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় বিবাদীরা। এসময় তিনি তার ভাই সাইফুল ইসলামকে উদ্ধার করতে গেলে আসামীরা তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, “উপজেলার তাফালবাড়ি বাজারের হামলার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে”।