রংপুরের মিঠাপুকুরে শতবর্ষী রাস্তা নিয়ে বিবাদের কারনে অন্ততঃ ২০ পরিবারের শতাধিক মানুষসহ গ্রামবাসীরা যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। এনিয়ে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়েছেন। তম্মধ্যে মোস্তাফিজার রহমান (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
লাভলু মিয়া, রাজা মিয়া ও বৃদ্ধা মছিরন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের গ্রামবাসীকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন। এনিয়ে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে গ্রামবাসী সুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর (ঝাকুয়াটারী) গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়ীর সামন হতে লাভলু মিয়ার বাড়ী পর্যন্ত চলাচল রাস্তাটি শতবর্ষী বয়সী। যাহা জনৈক আঃ রহমান গং-দের মালিকানাধীন জমি।
সম্প্রতি উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী মোস্তাফিজার রহমান আড়াই শতক জমি আঃ রহমান এর নিকট এবং ২০ পরিবারের পক্ষে লাভলু মিয়া গং দেড় শতক জমি আঃ রহমান এর ওয়ারিশের নিকট ক্রয় করেন। ভুক্তভোগীদের পুর্বে চলাচল করা শতবর্ষী রাস্তা ও তাদের ক্রয় করা জমির দিক (সাইড) নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
সৃষ্ট এই মতবিরোধের জেরে মোস্তাফিজার রহমান তার ক্রয়কৃত রাস্তার জমিতে টিনের চালা দেয়াসহ গাছের চারা রোপন ও গর্ত করলে লাভলু মিয়া পক্ষের অন্ততঃ ২০ পরিবারের শতাধিক মানুষসহ গ্রামবাসী ও স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তিতে পড়েন। ফলে লাভলু মিয়া পক্ষের ভুক্তভোগীরা ১৩ আগষ্ট সকালে মোস্তাফিজার রহমানের চালা দেয়াসহ গাছের চারা রোপন ও গর্ত করার প্রতিবাদ করায় তাদের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
এতে মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী, লাভলু মিয়া, তার ভাই ও এক বৃদ্ধাসহ উভয়পক্ষের ৫জন আহত হন। তম্মধ্যে মোস্তাফিজার রহমান (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন মুহুর্তে সেখানে আবারো সংঘর্ষ সংঘঠিত হওয়ার আশংকা করছেন গ্রামবাসী লোকজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হয়েছিল। কতিপয় গ্রাম্য কুচক্রির মদদে আবারো রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে। উভয়পক্ষের গ্রামবাসীকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উভয়পক্ষকে নিয়ে সমস্যার সমাধান করা হবে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, তদন্ত সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে।