1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সেনাবাহিনী
বাংলাদেশ । সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান

রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সেনাবাহিনী

ফয়সাল আহমেদ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৬৮ বার পড়েছে

রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনে সেনাবাহিনীকে সাথে নিয়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়েছেন।এসময় তাঁতবাজার এলাকায় দোকান খোলা রাখার অপরাধে তিন দোকানে ও মাক্স না পরার অপরাধে এক পথচারীকে জরিমানা করেন।মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলার ভুলতা তাঁতবাজার ও গোলাকান্দাইল এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করেন তিনি।

এসময় তিনি ফুটপাত ব্যবসায়ীদের ৩ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দেন, নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন।উল্লেখ্য মঙ্গলবার দেড়টা পর্যন্ত ভুলতা ও গোলাকান্দাইল চৌরাস্তার সকল স্ট্যান্ডগুলোতে ছিলো রিক্সা, অটো, সিএনজি, লেগুনা।এছাড়াও ছিলো ঢাকা গামী যাত্রীদের ভীড়।রূপগঞ্জে লকডাউনের হাইওয়ে পুলিশ ছাড়া কাউকে মাঠে দেখা যায়নি।রবিবার দুপুরে গোলাকান্দাইল চৌরাস্তায় এসে এমন দৃশ্য দেখা যায়।

দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের তৎপরতা না থাকায় ভুলতা তাঁতবাজার ও গোলাকান্দাইল এলাকার সকল পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি না মেনে দোকানগুলোতে সৃষ্টি হয়েছে মানুষের ভীড়।এলাকাবাসী জানান প্রশাসনের নজরদারী না থাকায় এ অবস্থা হয়েছে।নজরদারী না থাকায় এলাকার সকল পাড়া মহল্লায় দোকানগুলোতে মানুষদের ভীড় আগের তুলনায় অনেক বেড়ে গেছে।এলাকাবাসী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) আতিকুল ইসলামকে মাঠে উপস্থিত থাকছে এবং তার কর্মকান্ডও অনেক ভালো।

সচেতন মহল বলেন ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সরকারের বেধে দেয়া বিধিনিষেধগুলো বাস্তবায়নে কঠোর ভুমিকায় দেখা গেলেও তিনটার পরও কাঁচাবাজারগুলো খোলা রাখতে দেখা যায়।তবে নিদিষ্ট সময়ের পরও বাজার খোলা থাকা নিয়ে সাধারন মানুষের মধ্যে চলে মিশ্র প্রতিক্রিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি ল্যান্ড আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লকডাউন বাস্তবায়ন করতে কয়েকটি দোকানে মামলা দেন, এক পথচারীকে পাঁচশত টাকা জরিমানা করেন।চলাচলরত মানুষজনকে লকডাউন মেনে চলতে অনুরোধ করেন।এছাড়া রাস্তায় গাড়ি বের না করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।তবে এ দায়িত্ব পালন করায় সচেতন মহল নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্যারের মতোই প্রশাসনের সবাইকে লকডাউন বাস্তবায়নে কঠোর ভুমিকা নিতে হবে।তাহলে লকডাউনের সুফল পাওয়া যাবে।এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD