নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় হাজী বাবুল ভুঁইয়া কমপ্লেক্সের র্যামন টেইলার্স এন্ড ফ্রেব্রিক্স নামক পোশাক তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
গতকাল ১৬ জুলাই শনিবার বিকেল ৩ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। র্যামন টেইলার্স এন্ড ফ্রেব্রিক্সের মালিক অলিউল্লাহ বলেন, আগুনে নগদ টাকা, মেশিনপত্র ও তৈরি করা পোশাকসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম বলেন, দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মার্কেট মালিক ও ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী বাবুল ভুঁইয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে ছুটে আসে। তাদের তৎপরতায় আশপাশের দোকান আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।