রূপগঞ্জে সয়াবিন তেলের ট্রাক ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা চালকসহ গাড়িটিকে আটক করে এবং আটককৃত ছিনতাইকারী ড্রাইভারকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে । গতকাল বৃহস্পতিবার রাত ২ টায় উপজেলার গোলাকান্দাইল এলাচি হোটেলের সামনে ( গাজীপুর চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের রোড) ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে সয়াবিন তেলের ট্রাকটি গোলাকান্দাইল চৌরাস্তার মোড়ে আটক করে হাইস গাড়িতে আসা একটি ছিনতাইকারী দল। ছিনতাইকারীরা গাড়িটি গতিরোধ করে অস্ত্রের মুখে গোলাকান্দাইল চৌরাস্তার মোড়ে ড্রাইভার হেলপারকে নামিয়ে দেয়। তেল ভর্তি ট্রাকটি তাদের ড্রাইভার দিয়ে গাজীপুরের দিয়ে নিয়ে যেতে চেষ্টা করে।
এসময় পিছন থেকে ট্রাকটির হেলপার ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাচি হোটেলের সামনে থাকা দোকানদাররা গাড়িটি আটক করে এবং ছিনতাকারী ড্রাইভারকে নামিয়ে উপস্থিত থাকা জনতারা গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। ফাঁড়ির পুলিশ এসে ট্রাক ও ড্রাইভারকে আটক করে। এ ব্যাপারে ড্রাইভারের পরিচয় জানতে ফাঁড়ির এএসআই মিলন ও ইনচার্জ মাহবুব আলমকে মোবাইলে কল করা হলেও তাদের মোবাইলে পাওয়া যায় নি।