উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মাদ আলীর পরিচয়ে তার ব্যক্তিগত নাম্বার ক্লোন করে কম্পিউটার কিনে দেয়ার কথা বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে।যার নাম্বার (০১৮৩৮৯৫৭৭২৯)।এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসিম আক্তার বলেন,নাদির হোসেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক বিনোদ কুমার আমাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন যে কেউ একজন ইউএনও স্যারের পরিচয় দিয়ে ফোন করে বলে আপনার স্কুলে কিছু কম্পিউটার কিনে দেওয়া হবে এর জন্য আপনাকে কিছু অর্থ দিতে হবে।তবে কত টাকা দিতে হবে তা উল্লেখ করেননি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন,আমাকেও পাংশা জর্জ স্কুলের প্রাক্তন শিক্ষক কেএম নজিবুল্লাহ ফোন করে প্রতারক চক্রের টাকা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো বলেন আমার নাম্বার টি ক্লোন করে একটি প্রতারক চক্র এ কার্যক্রম চালিয়ে আসছে।বিষয়টি আমি পাংশা মডেল থানায় জানিয়েছি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যে।
এ ব্যাপারে কাউকে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি বলেছে।বিগত দিনেও এমন অভিযোগ পেয়েছি।এই প্রতারক চক্রটিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।