সোমবার (৭ মার্চ) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হুমায়ূন কবির নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। হুমায়ূন কবির নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ছিলেন।
সোমবার বিকেলে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, ২০১৭ সালের ১৫ মে সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান হত্যা মামলা ঘোষণার পর থেকে হুমায়ূন কবির পলাতক ছিলেন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুরে বাড়ি কিনে পরিবার নিয়ে স্থায়ীভাবে আত্মগোপন করে বসবাস করতে থাকেন। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি’তে তা (৮ মার্চ) মঙ্গলবার গনমাধ্যমকে জানান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার কুড়িঘর বাজারের মালিকানাধীন ভূমি ভরাট করে সেখানে ৬৪টি ভিটি বিক্রির টাকা নিয়ে তৎকালীন চেয়ারম্যান হুমায়ূন কবিরের সঙ্গে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ২৭ অক্টোবর কুড়িঘর বাজারে হামলার শিকার হয়ে মারা যান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে এই হামলা হয়। মামলায় উল্লেখ করে জিল্লুর রহমানের ছেলে থানায় মামলা করেন।