যশোরের শার্শায় নিখোঁজ হবার ৫ দিন পর ইসরাফিল হোসেন (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।মৃত ইসরাফিল উপজেলার কালিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের পুত্র।জানা যায়,গত ২৭ আগষ্ট ইসরাফিল বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করলে বন্ধ পায় পরিবারের সদস্যরা।
এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পাওয়ায় গত ২৯ আগষ্ট ইসরাফিলের স্ত্রী রোজিনা খাতুন শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।শার্শা থানা পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা (ডিবিতে) পাঠিয়ে দিলে ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িত একই এলাকার ইসমাইল হোসেনর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫),আহম্মদ তরফদারের পুত্র মোশারেফ হোসেন (৪৫) ও নুর মোহাম্মদের পুত্র আলম হোসেন (৪০) কে আটক করে।
তাদের জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাশিয়াডাঙ্গা গ্রামের একটি জঙ্গলের কবরস্থান থেকে ১ সেপ্টেম্বর (বুধবার) বিকালে ডিবি পুলিশ,নাভারণ সার্কেল এএসপি এবং শার্শা থানা পুলিশের সম্বন্নয়ে ইসরাফিলের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন,শার্শা থানায় দায়ের করা সাধারণ ডায়েরির পরিপেক্ষিতে ঘটনার সাথে জরিতদের আটক করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইসরাফিলের লাশ উদ্ধার করা হয়েছে।হত্যার মুল কারণ আসামীদেরকে বাকী জিজ্ঞাসাবাদের পরে জানা যাবে।