যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির বেদম প্রহারে আহত হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের স্ত্রী মেহেরুন্নেছা(৬০)।
জানা গেছে,১৫ আগস্ট বাড়ির আঙ্গিনার ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত আকবর হোসেনের পুত্র শাহাবুদ্দিন সরদার(৫৫),সফিকুল সরদার(৪৫),সফিকুল সরদারের স্ত্রী ইরানী বেগম(২৮) বাঁশ দিয়ে মেহেরুন্নেছাকে পিটিয়ে মারাত্মক আহত করে।
আঘাতের ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে ফোঁলা-জখমসহ একটি দাঁত পড়ে যায়।আহতের চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাকে গ্রাম ডাক্তারের কাছে চিকিৎসা দিচ্ছিলেন পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট (সোমবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের কন্যা নাহিদ সুলতানা নীলা বলেন,ইতিপূর্বেও উল্লেখিত ব্যক্তিরা আমাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করে আসছিল।এ ঘটনায় মেহেরুন্নেছা বাদী হয়ে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ তাফরিয়া রহমান হিয়া বলেন,রোগীর সারা শরীরে ফোঁলা জখমের চিহ্ন রয়েছে।
করোনার বেড সংকটের কারণে তাকে বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে বাসুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ রফিকুল ইসলাম বলেন,বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।