যশোরের অভয়নগরে মোবাইল ফোনে গেমস্ খেলার প্রলোভনে নিজে ঘরে ডেকে নিয়ে ছয় শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে নিজাম আকুঞ্জি (৩০) নামের এক লম্পটের বিরুদ্ধে।এ ঘটনার ভুক্তভোগী এক শিশুর পিতা বাদি হয়ে অভয়নগর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়,পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত-মহির উদ্দিন আকুঞ্জির ছেলে লম্পট নিজাম আকুঞ্জি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে বিভিন্ন কৌশলে প্রলোভন দেখিয়ে শিশু-কিশোরদের তার ভাড়া ঘরে নিয়ে এই অপকর্ম করে ভয়-ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখছিল।
সর্বশেষ ২৬ আক্টোবর (মঙ্গলবার) দুপুরে ওই এলাকার এক ৪র্থ শ্রেণীর ছাত্র স্থানীয় মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে লম্পট নিজাম তাকে পাবজি খেলার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে।এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি প্রদান করে।শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানালে শিশুটির মা তার বাবাকে জানায়।ঘটনা জানাজানি হলে আরও পাঁজজন শিশুর সাথে ওই লম্পট এ কাজ করেছে বলে জানা যায়।তখন ওই শিশু- কিশোরদের ডেকে জিজ্ঞাসা করলে তারাও তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ননা দেন।
এসময় স্থানীয় জনতা লম্পট নিজামকে ধরে উত্তম মাধ্যম দিয়ে ৯৯৯ এ ফোন দিলে অভয়নগর থানা পুলিশ নিজামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কে. এম শামিম সাংবাদিকদের বলেন,লম্পট নিজামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি আইনী প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।