যশোরে মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে তার মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি যশোর শহরতলীর নওদাগাঁয়ের সুলতান আহমেদের ছেলে।হাসপাতাল সুত্রে জানা যায়, ১৪ আগস্ট (শনিবার) সকাল আটটার দিকে শহরের পুরাতন কসবা বিমান অফিসপাড়ার বাসায় তিনি আত্মহত্যা করলে সকাল নয়টার দিকে মরদেহ হাসপাতালে আনা হয়।
মৃতের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের বলেন, সকালে তিনি রান্না করছিলেন। ওইসময় তার স্বামী ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিছুদিন ধরে সে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন।সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হলে তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন তিনি।মৃতের মামা বজলুর রহমান বলেন, সে আত্মহত্যার করার মানসিকতার মানুষ না।তার পরিবারে এমন কোনো সমস্যাও নেই যে তার আত্মহত্যা করা লাগবে।
চাচাতো ভাই ও তার ড্রইভার কামরুজ্জামান বলেন, সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।গত বুধবার ছুটিতে বাসায় আসেন। শনিবার সকালে শুনলাম ভাই আত্মহত্যা করেছে আত্মহত্যা করার মত কেন কারন আমরা দেখছিনা।আরেক চাচাতো ভাই শাহিনুর রহমান বলেন, আমাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা তবে এ ব্যাপারে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।