1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রাম
বাংলাদেশ । শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
জামালগঞ্জে নদীর ওপর সেতু না থাকায় জনদুর্ভোগ চরমে!! মাছ মারতে যাওয়ার পথে জেলেরই মর্মান্তিক মৃত্যু!! স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রাম

তিমির বনিক :
  • প্রকাশিত: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ বার পড়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রাম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১মাদকসেবীর অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রাম

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এক মাদকসেবীর আচরণে অতিষ্ঠ পুরো গ্রাম।তার উপদ্রবের হাত থেকে বাদ পরছে না মসজিদ মন্দিরও।শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে এই মাদকসেবী শ্রীমঙ্গল সদর ইউপি দক্ষিন উত্তরশুর শাহজীর বাজার জামে মসজিদের মুসল্লিদের উপর হামলা করে বন্ধ করে দেয় ফজরের আযান।ভেঙ্গে দিয়েছে দক্ষিন উত্তরশূর ভৈরব মন্দিরের একটি মুর্তি।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে গ্রামবাসী ওই মাদকাসক্ত’কে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।আটককৃত মাদকাসক্ত সুমন মিয়া (২৫)। সে দক্ষিন উত্তরশূর গ্রামের নিজাম মিয়ার ছেলে।দক্ষিন উত্তরশুর শাহজীর বাজার জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ আলী হোসেন জানান,তিনি যখন শনিবার ফজরের আযান শুরু করেন তখন ওই মাদকাসক্ত মসজিদে প্রবেশ করে চুর পুলিশের মত ভোলকা ভোলকি শুরু করে।

২য় বার সে দৌড়ে মসজিদের সিঁড়ির নিচে লুকিয়ে তার দিকে দৃষ্টি রাখে এ সময় অন্ধকারে তাকে চিনতে পারেন নি।তিনি ভয় পেয়ে আযান বন্ধ করে দেন তখন আযানে ভুলও হচ্ছিল।পরে মসজিদের অপর ইমাম মোরশেদ কামাল জালালী আসলে সে মাদকাসক্ত সুমন ইমাম জালালীর উপর চড়াও হয়।হাতে ছিলো দা।এ সময় তিনি বন্ধ হওয়া আযান সম্পন্ন করেন।

ইমাম মোরশেদ কামাল জালালী জানান,মাদকাসক্ত সুমন তার মোবাইল ফোনটি নেয়ার জন্য খুব জোড়াজোরি করে।মোবাইল ফোন না দেয়ায় তার সাথে অসালীন আচরণ করে চলে যায়।মসজিদের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জানান,ফজরের নামাজ পড়তে এসে জানতে পারেন এ ঘটনা।নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে তার পথ আটকে মোবাইল ফোন চায় মাদকাসক্ত কামাল।

এ সময় তিনি তার কাছে মোবাইল নেই এবং কেন এমন করেছে জানতে চাইলে তাঁর উপর আক্রমন করে বসে।তাঁকে মাটিতে ফেলে দেয়।এ সময় তাঁর চিৎকার শোনে আল পাশের বাড়ির লোক এসে তাকে রক্ষা করেন।এদিকে মসজিদ থেকে ফেরার সময় দক্ষিন সদর ইউপি উত্তরশূর ভৈরব মন্দিরে প্রবেশ করে নাট মন্দিরের এক পাশে রাখা বিসর্জন করা স্বরসতি মূর্তির মাথা ভেঙ্গে ফেলে।

মন্দিরের সেবায়েতের স্ত্রী অলি রানী দাশ জানান,এ সময় তার হাতে ধারালো দা ছিলো।দা দিয়ে তাকেও ভয় দেখায়।মন্দিরের সেবায়েত বন দাশ জানান,ছেলেটা নেশাগস্থ।তার ভয়ে এলাকাবাসী অতিষ্ঠ।মূর্তি ভাঙ্গার পর মূহুর্তে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে অবগত করেছেন।

এ ব্যাপারে স্থানীয় গ্রামবাসী প্রানতোষ সোম মালু জানান,এই ছেলে নেশাগস্থ হয়ে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে।এর আগেও পুলিশের হাতে ধরা পড়ে সে জেল খেটেছে।জেল থেকে বের হয়ে এসেই সে শুরু করে তান্ডব।সব সময় তার সাথে হয় দা না হয় ছোরা থাকে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য দুদু মিয়া জানান,খবর পেয়ে ভোরবেলা তিনি ঘটনাস্থলে যান।মন্দির মসজিদের আক্রমন ছাড়াও গ্রামের আরো ৮/১০জন মানুষের কাছ থেকে তাদের মোবাইল ফোন নিয়ে যেতে চাইছিলো।মোবাইল ফোন না দেয়ায় সকলের সাথে সে খারাপ আচরণ করে।পরে গ্রামবাসী তাকে খোঁজতে বের হয়ে গ্রামের শেষ প্রান্থ থেকে তাকে আটক করে স্থানীয় যুবকরা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় জানান,এটি সাম্প্রদায়িক কোন ঘটনা নয়।একজন মাদকাসক্ত একই সাথে মসজিদ মন্দির ও হিন্দু মুসিলিম অনেক মানুষকে উত্যেক্ত করে।তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা এস আই আসাদ জানান,মাদকাসক্ত সুমন এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছে।একাধিকবার তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD