মৌলভীবাজারে রোজ সোমবার (১২জুলাই) বিকাল ৪ টার দিকে শহরের দরগা মহল্লায় সালাউদ্দিন এর বাসা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়দানকারী দেবাশীষ ভট্টাচার্য টিংকু (৩৩) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।জানা যায়,সিলেটের কোতয়ালী থানার আগল পাড়ার দিলীপ কুমার ভট্টাচার্যের ছেলে টিংকু।
দেবাশীষ ভট্টাচার্য টিংকু শহরের সেন্টাল রোডস্থ ভট ফার্মেসীর সামনে সেনা সদস্য পরিচয় দিয়ে সালাউদ্দিন আহম্মেদ (৩৮),দরগা মহল্লার বাসিন্দা এর মোটরসাইকেল আটক করে কাগজ পত্র দেখতে চান।তখন সালাউদ্দিন বলেন আমার কাগজ পত্র বাসায় তখন সে আরেকটি মোটরসাইকেল যোগে নিয়ে তার বাসায় আসে,এসে ৫০ হাজার টাকা দাবী করে এবং দেবাশীষ ঐ বাসার সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আচরণ অস্বাভাবিক মনে হলে,পরে তাদের সন্দেহ হয় এবং ডিবি পুলিশকে খবর দিলে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে তাকে আটক করে।
এর সত্যতা জানতে যোগাযোগ করা হলে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান বলেন সেনা সদস্য পরিচয় দিয়ে টাকা দাবী করে ও আচরণ অস্বাভাবিক মনে আমাদের খবর দেয় ও আমরা ঘটনা স্থলে পৌঁছে আসামীকে আটক করি।তার বিরুদ্ধে আইনানুসারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।