দেশ বরেণ্য আলেম ও হেফাজতের নায়েবে আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে । গতকাল রাত ১১.২০ মিনিটে জানাজা শেষে জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসাছাত্র ও উপস্থিত মুসল্লিদের দাবির প্রেক্ষিতে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত হেফাজত ইসলামের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশে তাকে দাফন করা হয় । এরপূর্বে আল্লামা জুনায়েদ বাবুনগরী কে তার গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে দাফন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে বাবুনগরীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি ফটিকছড়ি দিকে যেতে চাইলে মাদ্রাসাছাত্র ও উপস্থিত মুসল্লিরা ঘিরে রাখেন । এ সময় অনেকেই অ্যাম্বুলেন্স এর সামনে শুয়ে পড়েন । উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারী মাদ্রাসা য় দাফন করা হয় ।
উল্লেখ্য, দেশ-বিদেশে বহুল আলোচিত আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন । গত বছর ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমীর নির্বাচিত হন । ২০১৩ সালে প্রতিষ্ঠিত হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা মহাসচিব এর দায়িত্ব পালন করেন জুনায়েদ বাবুনগরী ।