মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন মিয়া (২৬) ও মো. মনির হোসেন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার সময় গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা নামক এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ র্যাব-১১ এর নায়েক সুবেদার কায়ছার আমির রিপন জানান, গজারিয়া উপজেলাট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কের আনারপুরা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা বাঁশের চাটাই বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো ন- ১৫-৫২৪৯) অভিযান চালিয়ে বাঁশের চাটাই মোড়ানো ২৫ টি বান্ডিল থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
উল্লেখ্য, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ র্যাব-১১ নায়েক সুবেদার কায়ছার আমির বাদি হয়ে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। প্রাসঙ্গিক, আটক মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন মিয়া কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকার মো. আবদুল মতিন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন একই এলাকার মো. শাহআলম (ফুল মিয়া) এর ছেলে।