1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মন্ত্রণালয়ে চাকরির কথা বলে ৪৫লক্ষ আত্মসাৎ,উল্টো চেক জালিয়াতির মামলা
বাংলাদেশ । শুক্রবার, ১০ মে ২০২৪ ।। ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন ।

মন্ত্রণালয়ে চাকরির কথা বলে ৪৫লক্ষ আত্মসাৎ,উল্টো চেক জালিয়াতির মামলা

আবু কায়সার শিপলু :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ বার পড়েছে
মন্ত্রণালয়ে চাকরির কথা বলে ৪৫লক্ষ আত্মসাৎ,উল্টো চেক জালিয়াতির মামলা
মন্ত্রণালয়ে চাকরির কথা বলে ৪৫লক্ষ আত্মসাৎ,উল্টো চেক জালিয়াতির মামলা

খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেয়ার কথা বলে তিনজনের কাছে ৪৫ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেছে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় গ্রামের বাসিন্দা প্রধানমন্ত্রীর কথিত নাতি পরিচয়দানকারি দাদন ব্যবসায়ী ফরিদুর রহমান জুয়েল।উল্টো চাকরি প্রত্যাশীদের নামে চেক জালিয়াতির মামলা দিয়ে ও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ করা হয়েছে।

এরই প্রতিকার দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশী সাঘাটা উপজেলার বোনারপাড়ার আরএনবি কলোনীর দুলা মিয়ার ছেলে সোহেল রানা লিখিত বক্তব্যে উল্লেখ করেন,তার পিতা দুলা মিয়া একজন অবসরপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মী এবং প্রতারক জুয়েলের পিতাও সাবেক একজন রেলওয়ে কর্মী ছিল।সে সুবাদে তার পিতার সাথে জুয়েলের পূর্ব পরিচিত।

সে তার বাবার কাছ থেকে বেকারত্বের সুযোগ নিয়ে চাকরি দেয়ার নানা প্রলোভন দেয়।দাদন ব্যবসায়ী ফরিদুর রহমান জুয়েল প্রধানমন্ত্রীর আত্মীয় কথিত নাতি পরিচয় দিয়ে নানাভাবে প্রভাবিত করে প্রতারণার ফাঁদে ফেলে আমানত স্বরুপ তার পিতার স্বাক্ষরিত একটি সাদা চেকের পাতা ও ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।চাকরি হওয়ার পর উক্ত চেকের পাতা ও স্ট্যাম্প ফেরত দেবে বলে জুয়েল জানায়।

এরপর বিভিন্ন সময়ে চাকরি হচ্ছে,পুলিশ ভেরিফিকেশন,চিঠি তৈরীর অজুহাতে সদর উপজেলার ফুলবাড়ির মৃত আলা বকসের ছেলে মকবুল হোসেন এবং পলাশবাড়ীর হরিণাবাড়ির প্রমোদ চন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ চন্দ্র সরকারের কাছ থেকে ক্যাশ,নগদে ও বিকাশের মাধ্যমে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর দাদন ব্যবসায়ি জুয়েল বিভিন্ন কৌশল অবলম্বন করে তার পিতার চাকরির পেনশনের সম্পুর্ণ ১৮ লক্ষ ৫০ হাজার টাকা নগদে একযোগে নিয়ে নেয়।

পরবর্তীতে তার ও অপর দুই জনের চাকরি না হওয়ায় উক্ত টাকা ফেরত চাইলে প্রতারক জুয়েল উল্টো দুলা মিয়াসহ অন্যদের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করে।এ ঘটনায় সোহেল রানার পিতা দুলা মিয়া ও অপর চাকরি প্রত্যাশী শাহাদুল ইসলামের পিতা মকবুল হোসেন বাদি হয়ে সদর থানায় প্রতারক ফরিদুর রহমান জুয়েলের নামে দুটি পৃথক মামলা দায়ের করে।পুলিশ আসামী জুয়েলকে গ্রেফতার করে।

পরবর্তীতে জুয়েল জামিনে মুক্তি পেয়ে চাকরি প্রত্যাশীসহ তাদের পিতা-মাতাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার পাওয়ার দাবি করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ মকবুল হোসেন,দুলা মিয়া,কৃষ্ণ চন্দ্র সরকার,আছির উদ্দিন,ফটু মিয়া ও চঞ্চল মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD