পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে আনারস প্রতীকের প্রচার প্রচারণা করায় ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায়, আমির হোসেন বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়।” ১ জানুয়ারি ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, পূর্ব ইলিশা ইউনিয়নে নৌকার বিপক্ষের প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের আনারস প্রতীকের প্রচার প্রচারণা, মিছিল মিটিং, গনসংযোগ ও পথসভা করার অভিযোগ ওঠে আমির হোসেন বাবুলের বিরুদ্ধে। যা আওয়ামী লীগের সংগঠন বিরোধী কাজ।
ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দায়ে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আমির হোসেন বাবুলকে পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পথ থেকে বহিষ্কার করা হয়েছে।” যদিও আমরা সিদ্বান্ত নিয়েছি পহেলা জানুয়ারি, তা কয়েকদিন পর প্রকাশ করা হয়। আগামীতেও সংগঠন বিরোধী কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।