ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারী) বিকেলে কাচিয়া ইউনিয়নের বাসিন্দা কামরুল মাঝির জালে মাছটি ধরা পড়ে। তুলাতুলি মাছ ঘাটের আড়তদার মো. মেহেদী হাসান নবাব জানান, বৃহস্পতিবার বিকেল ভোলার মেঘনা নদীর ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে কামরুল মাঝি মেঘনা নদীর মাঝের চর এলাকায় মাছ ধরতে গেলে তার জালে ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে ধরা পড়ে ২ কেজি ২০০ গ্রাম ওজনের রাজা (বড়) ইলিশটি।
পরে সন্ধ্যায় তুলাতুলি মাছঘাটের খালেক মেম্বারের আড়তে নিলামে তুললে ৪ হাজার ৮০০ টাকায় ডাক উঠলেও পরে কামাল ব্যাপারী ৩০০ টাকা কমে সাড়ে ৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। কমরুল মাঝি জানান, দুপুরে মেঘনা নদীতে মাছ ধরার জন্য গিয়ে তিনি নদীতে জাল ফেলেন। বিকেলে জাল তোলার সময় ছোট ও মাঝারি আকারের ৯টি ইলিশের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। বড় ইলিশটি ৪ হাজার ৫০০ টাকা এবং বাকি ৯টা মাছ ৬০০ টাকায় বিক্রি হয়। কামাল ব্যাপারী জানান, ঢাকা ও বরিশালের আড়তে বড় মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ইলিশ মাছ যত বড়ই হোক না কেন তা সর্বোচ্চ দাম দিয়ে পাইকাররা কিনে নেন। তিনি অন্য মাছের সঙ্গে এই বড় মাছটি বরিশাল মৎস্য আড়তে অধিক লাভে বিক্রি