1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ভোলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভোলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

আর জে শান্ত :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৫০৬ বার পড়েছে

ভোলার দৌলতখান উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খালেক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোফাজ্জল হোসেন সহ তিন জনকে গ্রেফতার করেছে দৌলতখান থানা পুলিশ।বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে দৌলতখান থানা পুলিশের একটি টিম ভোলার শশীভূষন থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল খালেক হত্যা মামলার অন্যতম আসামী মোফাজ্জল পাটোয়ারি (৫৫), ইকবাল হোসেন (৩৬) ও রফিকুল বেপারী। এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেকের স্ত্রী নাছরিন বেগম বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশ আসামীদের গ্রেফতার করেন।শুক্রবার (২৮জানুয়ারি) ১২ টার দিকে দৌলতখান থানা কমপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সৈয়দুপর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুনাফ পাটোয়ারি বাড়ির মোফাজ্জল গংদের সাথে একই বাড়ির সেনা সদস্যর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে পথরোধ করে মোফাজ্জল সহ আসামীরা তাকে হামলা করে। পরে তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এ ঘটনার সাথে তাদের নিজেদের জড়িত সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানানা তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD