‘ফুল একদিনের, কোরআন শরিফ প্রতিদিনের’ এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিক মোঃ আক্তার হোসেন এর পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরন করে। এমন আয়োজনকে ব্যতিক্রমী চিন্তার ফসল উল্লেখ করে দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার ক্রাইম রিপোর্টার ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক মোঃ আক্তার হোসেন
তিনি বলেন, আমরা অনেকেই যা চিন্তা করিনি অনেকে সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে। দিন শেষেই ফুল শুকিয়ে যাবে, সেই সাথে হারিয়ে যাবে ভালোবাসাও। কিন্তু কুরআন শরীফের আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে। মোঃ আক্তার হোসেন আর বলেন, ভালোবাসা দিবসে কুরআন শরীফ বিতরণ এটা আমার নতুন চমক। এমন আয়োজন আমাদেরকে ভালোবাসা দিবস মানেই ফুল এ চিন্তা থেকে বের হওয়ার পথ দেখাবে।
ভালবাসা দিবসে পথচারীদের হাতে ও কিছু গরীব মানুষের হাতে কুরআন শরীফ তুলে দেয়ার মধ্য দিয়ে আমি প্রকৃত ভালোবাসার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। যে ভালোবাসার আলো কখনো নিভে যাবে না। যে আলো অনেককেই আলোকিত করবে। এ সময় সঙ্গে ছিলেন, সাংবাদিক মোঃ আক্তার হোসেন এর সহযোগি আলী আমজাদ রায়হান।