কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে পীরের দরবার শরীফের যাওয়ার পথে গর্তে পড়ে নিয়ন্ত্রন হরিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা উল্টে খালের পানিতে ডুবে আছিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। এদের মধ্যে একজন শিশু ও অন্যরা নারী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত আছিয়া বেগম (৬০) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত তারেক মিয়ার স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের রেনু বেগম (৬০), লাকি আক্তার (২৫), কুলসুম আক্তার (৪২), রোকিয়া বেগম (৬০), আবু সুফিয়ান (৪)। তাদেরকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া বেগমসহ অন্যরা মঙ্গলবার দুপুর একটার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের এক পীরের দরবার শরীফে রওয়া করেন। তারা একটি ব্যাটারী চালিত অটোরিক্সা দিয়ে আসছিলেন। অটোরিক্সাটি পীরের দরবারে আসার পথে কুমিল্লা-মিরপুর সড়কে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণপাড়া এলাকায় গর্তে পড়ে অটোরিক্সটি উল্টে পাশের খালে পানিতে ডুবে যায়।
এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে আহতদের উদ্ধার করেন। আছিয়া বেগম অটোরিক্সাটির নিচে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকেসহ অন্যদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আছিয়া বেগমকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুবিন ইমতিয়াজ বলেন, আছিয়া বেগম পানিতে তলিয়ে যাওয়ায় তিনি অতিরিক্ত পানি পান করায় মারা গেছেন। অন্যরাও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আহত লাকি আক্তার বলেন, তারা কল্পবাস এলাকায় এক পীরের দরবারে যাচ্ছিলেন। অটোরিক্সাটি সড়কের গর্তে পড়ে উল্টে গিয়ে পানিতে পড়ে যায়। এতে তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম বলেন, অটোরিক্সা উল্টে গিয়ে একজন নারী নিহত হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।