1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রিজের মাঝে গর্ত,ঝুঁকিতে যাতায়াতকারী জনসাধারণ
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রিজের মাঝে গর্ত,ঝুঁকিতে যাতায়াতকারী জনসাধারণ

মোঃ তাসলিম উদ্দিন :
  • প্রকাশিত: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রিজের মাঝে গর্ত,ঝুঁকিতে যাতায়াতকারী জনসাধারণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন সৈয়দ টুলা গ্রামের জাফর খালের উপর ঘরের ফার ব্রিজটি মধ্যস্থানে গর্ত।যার উপর দিয়ে বড় ধরণের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।এদিকে ব্রীজের পাশে রয়েছে সৈয়দটুলা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রয়োজনে মানুষ ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে।

ব্রিজটি ছোট হলেও এর উপর দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ আর যানবাহন চলাচল করছে।তবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটিতে গর্ত থাকায় এখন রিকশা চলাচল করতে পারে না।সেই সাথে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনাও।আর এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে।তাছাড়া রাতে ব্রিজটি পার হতে আলাদাভাবে সতর্ক থাকতে হয়।

স্থানীয়দের সাথে আজ কথা বলে জানা যায়,ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।এমনকি গর্ত হয়ে গেছে মাঝখানে।ঝুঁকিপূর্ণ ব্রিজটি পুনর্নির্মাণের জন্য দাবী জানাচ্ছি।এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা বলেন,ব্রিজটি দিয়ে রাতে চলাফেরা করতে অনেক ভয় লাগে।বিশেষ করে মোটরসাইকেল নিয়ে রাতে চলাচল করতে ভয় লাগে,যদি গর্তের মধ্যে পড়ে যাই।

স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মিয়া বলেন,ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ।ঝুঁকিপূর্ণ অবস্থায় কিছু দিন আগে আমরা ব্রিজের গর্তে লোহার জালি দিয়েছি।জনপ্রতিনিধি আসে আর যায় কারো যেন মাথাব্যথা নেই।এভাবে ব্রিজটি পড়ে থাকলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার দৈনিক কালজয়ীকে বলেন,এই ব্রিজ নতুন করে নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে।দ্রুত সময়ের মধ্যে জনগণের যাতে কষ্ট না হয়,ব্রিজের গর্ত ভরাট করে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD