ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার দুর্ধর্ষ ডাকাত গোলাপ মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।(১০ জুলাই) শুক্রবার সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি কালে এলাকা থেকে ওই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত গোলাপ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকচ্ছ (মনিরবাগ) গ্রামের অহিদ মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।সরাইল থানা পুলিশ সুত্রে জানাযায় , সরাইল থানা পুলিশের অভিযানে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে।১০ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন শনিবার রাতে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত গোলাপ আন্তঃজেলা ডাকাত। পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তার সহযোগী অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।