1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য আহত
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য আহত

আতাউর রহমান:
  • প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৬ বার পড়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন (৩০) গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আহত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত সাদ্দাম হোসেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকার মৃত আয়েত আলীর ছেলে।

এলাকাবাসী ও আহত সাদ্দাম হোসেন সূত্রে জানা যায়, আহত সাদ্দাম হোসেন গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জনগণের প্রত্যক্ষ ভোটে ইউপি সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হোন। নির্বাচন পরবর্তী সময়ে একই এলাকার মৃত জুলফু মিয়ার ছেলে এনায়েত হোসেনসহ তার সহযোগিরা বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল।

ঘটনার দিন গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ বাজারে এনায়েত হোসেন ও তার ভাই মোঃ জাকির হোসেন এবং তার ছেলে আলামিনসহ তাদের সহযোগিরা ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হামলায় ইউপি সদস্য সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়। আহত সাদ্দাম হোসেনকে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত সাদ্দাম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যপারে ইউপি সদস্য আহত সাদ্দাম হোসেন বলেন, “হামলাকারীরা নির্বাচনের পর থেকেই বিভিন্ন সময়ে আমাকে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল। ঘটনার দিন হামলাকারী এনায়েত, জাকির ও তার ছেলে আলামিনসহ আরও কয়েকজন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আমার কাছে থাকা নগদ টাকা ও আমার ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোনটি

ছিনিয়ে নেয়। পরে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় আহত সাদ্দাম হোসেন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ” বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। “

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD