কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় বন্ধের লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন। অভিযুক্ত চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডসহ নেয়া হচ্ছে বিভিন্ন আইনগত ব্যবস্থা।
প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের সিএনজি স্টেশন থেকে কুমিল্লা সদর ও মিরপুর সড়কে ঈদুল আজহাকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে এমন অভিযোগ করছে উল্লেখিত সড়কে চলাচলকারী যাত্রীরা।
অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে শামসু মিয়া ও জামাল খান নামে দুই সিএনজি চালককে মোট ২৪০০ টাকা, ওমর ফারুক ২০০০ টাকা ও সাইফুল ইসলাম ১৫০০ টাকা অর্থেদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে চালকদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।