কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) রিফাত আসমা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্য অপ্পেলা রাজুনাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তবা সারয়ার খান, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বি আর ডিবির চেয়ারম্যান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সহ উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য বৃন্দ।
মাসিক সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা বতর্মানে ভালো আছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রসাশনের তৎপরতায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় কোন সহিংসতা ছাড়া সম্পন্ন হয়েছে। এছাড়া ইফটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, মাদক, চুরি, ভুক্তা অধিকার, সরকারী খাল দখল, ড্রেজিংকরে মাটিকাটাসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটে এমন সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার সি এন জি অটোরিক্সার নির্দিষ্ট স্থানে টুল আদায় করা ও টুল আদায় কারীদের পরিচয় পত্র প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।