1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ব্রাহ্মণপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গৃহহীনদের মুখে হাসি
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গৃহহীনদের মুখে হাসি

আতাউর রহমান:
  • প্রকাশিত: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার পড়েছে

মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের জমি এবং ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটেছে। স্থায়ী বাসস্থান ও ঘর পেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দু’হাত তুলে দোয়া করেন সুবিধাভোগীরা।সরেজমিনে ঘুরে দেখা গেছে, সারাদেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ ঘর উপহার দিয়েছেন।আর এসব ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা।প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধনের পর সুবিধাভোগীদের মধ্যে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা প্রধানমন্ত্রীর পক্ষে এসব দলিল হস্তান্তর করেন। জমিসহ নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী’র উপহারের জমি ও ঘর ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে। এরমধ্যে উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগড় এলাকায় ১৭টি, সাহেবাবাদে ৮টি, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘরে ৪টি, চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকায় ৯টি এবং মাধবপুর ইউনিয়নের রানীগাছ এলাকায় ২টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঘর ও জমির দলিল সুবিধাভুগীদের মধ্যে বুজিয়ে দেওয়া হয়েছে। সুবিধাভোগিদের মাঝে বুজিয়ে দেওয়ার আগে এসব ঘরে বিদুৎ সংযোগ, গভীর নলকুপ ও পাম্প বসিয়ে তাদের খাবারের পানিরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

এদিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগী শ্যামলা বেগম বলেন, আমার জায়গা জমি ছিল না।পরের বাড়িতে কাজ করতাম আর তাদের পকুর পাড়ে ছোট্ট একটি ছাফরা ঘর করে থাকতাম।অনেক কষ্ট করেছি।এখন শেখ হাসিনা জায়গা দিয়েছেন।ঘর দিয়েছেন।আমি নিজের জায়গায় নিজের ঘরে পরিবার নিয়ে থাকতে পারছি।আমি তাতে অনেক খুশি।শেখ হাসিনার জন্য নামাজ পড়ে দোয়া করি। আমাদের মতো গরিবদের পাশে যেন তিনি সারাজীবন থাকতে পারেন। আমাদের দুঃখ, কষ্ট ও চোখের পানি যেন মুছে যায়।ভ্যানচালক জামাল মিয়া বলেন, সংসারে পাঁচজন লোক। মাঠেঘাটে কাজ করে সংসার চালাই। আমার কোনও জমি নেই। প্রধানমন্ত্রী জমি দিছেন, ঘর দিছেন।এগুলো পেয়ে আমি খুব খুশি। বিনামূল্যে জমি-ঘর পাবো কোনোদিন ভাবিনি।

সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার সুবিধাভুগি দিনমজুর শানু মিয়া বলেন, পরের ভিটায় থাকতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে জমিসহ ঘর দিছেন। এখন নিজের জমিতে নিজের ঘরে সন্তানদের নিয়ে থাকি। এখন আমি আর ভূমিহীন, ঘরহীন না। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি।এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, “এখন পর্যন্ত আমরা ব্রাহ্মণপাড়ায় ৪০টি ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করেছি।বাকি ৬০টি ঘর নির্মাণাধীন রয়েছে।কাজ সম্পন্ন হলে সুবিধাভুগীদের মধ্যে বুজিয়ে দেওয়া হবে।আর এসব ঘর নির্মাণ কাজে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সার্বক্ষণিক তদারকি করেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়েন।

এছাড়াও (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার আশ্রয়ণ প্রকল্পগুলোতে জেলা প্রশাসনের আয়োজনে এক অন্যরকম ঈদ উদযাপিত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানী হয়ছে।পোলাও মাংস রান্না করা হয়েছে।এছাড়াও ঈদের দিন রামনগড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে আনন্দ ভাগাভাগি করে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ঈদ উদযাপন করেন। তিনি ওই আশ্রয়ন প্রকল্পের মানুষদের সাথে দুপুরের খাবারে অংশ গ্রহণ করেন। এতে আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলোর মধ্যে এক অন্যরকম আনন্দ প্রকাশ পায়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD