1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
-
বাংলাদেশ । বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জুয়া খেলায় অভিযানকালে পুলিশের উপর হামলায় দুই পুলিশ সদস্য আহত!

আতাউর রহমান:
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ বার পড়েছে
ব্রাহ্মণপাড়ায় জুয়া খেলায় অভিযানকালে পুলিশের উপর হামলায় দুই পুলিশ সদস্য আহত
ব্রাহ্মণপাড়ায় জুয়া খেলায় অভিযানকালে পুলিশের উপর হামলায় দুই পুলিশ সদস্য আহত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় বৈশাখী মেলার জুয়ার আসরে বাধা দেওয়ায় থানা পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। রোববার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা বৈশাখী মেলায় এ ঘটনা ঘটে। এতে থানার এএসআই বোরহান উদ্দিন ও কনস্টেবল সোহেল রানা আহত হয়। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে চান্দলা বাজারে তিন দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাজারের পাশে খোলা মাঠে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই বোরহান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। অভিযানে এক জুয়ারিকে আটক করার চেষ্টাকালে লোকমান ও তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে বাঁচার জন্য পুলিশ সদস্যরা চান্দলা উনিয়ন পরিষদে প্রবেশ করলে হামলাকারীরা সেখানেও হামলা করে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অন্যান্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, জুয়ার খেলাকে বাধা দেওয়ায় পুলিশের এএসআই বোরহান উদ্দিনসহ কনস্টেবল সোহেল রানার উপর লোকমান ও তার সহযোগীরা হামলা চালায়। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD