কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৬ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৮ টি ইউনিয়নের ১৬ জন গ্রাম পুলিশদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।এছাড়াও একই সময়ে ইউপি চেয়ারম্যান ও সচিবদের নিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ২০২০-২০২১ অর্থ বছরে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নের ১৬ জন গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়।একইসাথে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।২৬ জুলাই সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাই সাইকেল বিতরণ ও জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এস এম শাহরিয়ার রহমান।এসময় উপস্থিত ছিলেন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান হাজী মোস্তফা সারোয়ার খান, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূঁইয়া,ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউনিয়নের ইউপি সচিব ও উপজেলার ৮ ইউনিয়নে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান গ্রাম পুলিশদের উদ্দেশ্য করে বলেন, “দেশে চলমান করোনা মহামারির দ্বিতীয় ঢেউ।আপনারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে মাস্ক পরিধান করতে উৎসাহী করে তুলবেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা অত্যন্ত জরুরি। সরকার আপনাদের বাই সাইকেল উপহার দিয়েছেন।আপনারা যার যার অবস্থানে থেকে সাধারণ মানুষকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করবেন।