কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচনী আচরণবিধি লংঘনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বৃহস্পতিবার দুপুরে সাহেবাবাদ ইউনিয়নে অটোরিক্সা মার্কার চেয়ারম্যান প্রার্থী ইয়ার খান ভুইয়া (৫৩)কে ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় একের অধিক মাইক ব্যবহার করায় ৫ হাজার টাকা (পাঁচ হাজার) অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই অপরাধে সাহেবাবাদ ইউনিয়নের চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান খান (৫১)কে ৫ হাজার টাকা, সাহেবাবাদ ইউনিয়নের ঘোড়া মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান (৪১) কে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়াও মালাপড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোরগ মার্কার সদস্য প্রার্থী মোঃ শাহ আলম (৫২) এর পক্ষে তার সমর্থকরা মিছিল করার কারণে মোঃ শাহ আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ সহ পুলিশের একটি দল অংশগ্রহণ করেন।