করোনার ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম পরীক্ষা। সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় প্রথমদিনের এইচএসসি পরীক্ষায় পদার্থ, আলিম এ কোরআন মাজিদ এবং এইচএসসি (বিএম) হিসাব বিজ্ঞান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান জানায় এবছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম পরীক্ষায় সর্বমোট ১৫৫৬ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক পরীক্ষার্থী অংশগ্রহন করছে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েতে প্রশাসন কঠোর ছিল। প্রথমদিনে এইচএসসি পরীক্ষার্থী ৫ জন, আলিম পরীক্ষার্থী ৫৪ জন এবং এইচএসসি বিএম পরীক্ষায় ৫ জনসহ ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ কেন্দ্র ঃ মোট পরীক্ষাথী হলো ১৮০ জন এর মধ্যে অনুপস্থিত -৩ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭৭ জন। পরীক্ষার কেন্দ্রের ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ ভূইয়া, কেন্দ্র কমিটির আহবায়ক ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল হোসেন সরন, অধ্যক্ষ এম মিজানুর রহমান ভূইয়া।
নিমসার জুনাব আলী কলেজ কেন্দ্র ঃ- একেন্দ্রে মোট পরীক্ষায় ১৭০ জন এর মধ্যে অনুপস্থিত ১ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৬৯ জন। কেন্দ্রের ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ আরিফুল আজম, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার, কেন্দ্র কমিটির আহবায়ক ছিলেন উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।
কোরপাই কাকিয়ার চর ফাজিল মাদ্রাসা কেন্দ্র ঃ- বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই কাকিয়ারচর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এবার পরীক্ষায় মোট ১১৬ জন পরীক্ষার্থী মধ্যে অনুপস্থিত ১৫ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০১ জন। কেন্দ্রের ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুর রহমান সরকার।
ভারেল্লা শাহ ইসরাফিল ফাজিল মাদ্রাসা কেন্দ্র ঃ- ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা শাহ ইসরাফিল ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এবার পরীক্ষায় মোট ১৬৬ জন পরীক্ষার্থী মধ্যে অনুপস্থিত ১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৫৩ জন পরীক্ষার্থী। এ কেন্দ্রের ট্যাক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, কেন্দ্র কমিটির আহবায়ক ছিলেন মাওলানা অধ্যক্ষ মোঃ হাফেজ আহাম্মদ।