বরিশালের বানারীপাড়ায় লোকালয়ের দলছুট একটি মুখপোড়া ( কালো মুখো) হনুমান দেখা গেছে। এ হনুমানটি কখনও গাছে, আবার কখনও মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আর তা দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড় করছেন। শনিবার সাঝের বেলায় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল আলমের বাড়ির পারিবারিক কবরস্থানের ওপর হনুমানটিকে দেখা যায়। এসময় উৎসুক মানুষের ভিড় পড়ে যায়।
বিশেষ করে শিশুরা হনুমানটিকে দেখে দারুন আনন্দ অনুভব করে। গত বেশ কিছুদিন ধরে বন্দরবাজারসহ পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি কারও কোন ক্ষতি করছে না। বৃহৎ আকারের লেজবিশিষ্ট এ হনুমানটি কীভাবে এবং কোথা থেকে এ এলাকায় এসেছে, তা কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল চন্দ্র নাগ বলেন, কোনো প্রানী অসুস্থ হয়ে গেলে পশু হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়। তবে এখানে কোনো প্রাণী সংরক্ষণ করার ব্যবস্থা নেই। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন , মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তি প্রিয় স্বভাবের। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ ও বিশ্রামসহ সব কিছু এরা গাছে সম্পন্ন করে। মূলত এরা গাছের পাতা খেয়ে জীবনধারণ করে।
এ প্রাণী নিজে নিজে আসে, আবার নিজে নিজে চলে যায়। তবে শান্তিপ্রিয় এ প্রাণীটির কেউ যেন ক্ষতিসাধন না করে সে বিষয়ে খেয়াল রাখা হবে। এলাকার মানুষকেও এ ব্যাপারে মানবিক ও সচেতন হতে হবে।