আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৃংখলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা-৫ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগ বুড়িচং উপজেলা শাখার সভাপতি এড. আবুল হাসেম খাঁন এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার স্বাক্ষরিত এক যুক্ত লিখিত বিবৃতিতে গত ২৫ জানুয়ারি মঙ্গলবার যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছিলেন তারই সুত্র মোতাবেক গত ২৬ জানুয়ারি বিকেল পর্যন্ত সময়ে ২ নং বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন তার সঠিক জবার দিতে না পারায় এবং অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে কুমিল্লা-৫ আসনের এমপি ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাসেম খান এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দারের নির্দেশক্রমে উক্ত দলীয় পদে বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং যুগ্ম সম্পাদক মো. আমজাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ উপলক্ষ্যে গত ২৮ জানুয়ারি বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজারে বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দরা নবনিযুক্ত বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ বিশিষ্ট সমাজ সেবক মো. আমজাদ হোসেনকে ধন্যবাদ জানান। এসময় বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিমের পক্ষে ভোট চান।