সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ২০২২ পালন করা হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, র্যালী।আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পন করে এক বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা,কেক কাটা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগের সভাপতি গাজী আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার, সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন,কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,শিক্ষা অফিসার আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন ও ছাত্র লীগের সভাপতি সম্পাদক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রসহ বিভিন্ন শ্রেনির পেশার জনগন।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুন্্নবী ও উপজেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান।
মোঃ মহসীন আলী
তাড়াশ,সিরাজগঞ্জ।
তাং ১৭-০৩-২২
মোবা: ০১৭২৯৪৪৮১৯৬