ফেনীতে কোটি টাকা সমমূল্যের মাদকদ্রব্য আইস সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তল্লাশি চালিয়ে সাব্বির নামের এক ব্যক্তির প্যান্টের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম আইস উদ্ধার করা হয়।সাব্বির কক্সবাজার জেলার রামু উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।
তিনি জানান,কক্সবাজারের টেকনাফ থেকে মাদক আইস ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহিপাল অংশে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা।ফেনীর মহিপালে গাড়ি পাল্টানোর জন্য সাব্বির আরেকটি গাড়ি থেকে নামেন।তখন তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ মাদকদ্রব্য ঢাকায় পোঁছে দেওয়াই সাব্বিরের দায়িত্ব বলে জানায় সে,আইসের মালিক ও সরবরাহকারী কাউসার নামের এক ব্যক্তি বলে পুলিশকে জানিয়েছে সে।এই ঘটনায় বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত সাব্বির ও পলাতক কাওসারকে আসামী করে একটি মামলা দায়ের করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।