1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ফুলবাড়ীতে পাঁচজন জুয়া*ড়িসহ সাতজন আ-টক
বাংলাদেশ । রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ।। ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে পাঁচজন জুয়া*ড়িসহ সাতজন আ-টক

কংকনা রায় :
  • প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০৫ বার পড়েছে

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত শুক্রবার (১০ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন জুয়াড়ি, একজন মাদক ও গ্রেপ্তারী পরোয়ানার একজনসহ সাতজনকে আটক করেছে। গতকাল শনিবার (১১ মার্চ) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত জুয়াড়ি পাঁচজন হলেন, ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিনের উষাহার গ্রামে মৃত সামস উদ্দিনের ছেলে নূর ইসলাম (৬২), একই গ্রামের মৃত ছলিমুদ্দিনের ছেলৈ সাইফুল মন্ডল (৩৫), মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৫২), পানিকাটা গ্রামের শহিদুল তরফদারের ছেলে মিজানুর রহমান (৪২)

ও জোয়ার গ্রামের মমিনুল মুন্সির ছেলে জাকিরম্নল ইসলাম (৩৬)। মাদক মামলার উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরীহাট গ্রামের দফিল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩১) ও গ্রেপ্তারী পরোয়ানার ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া (থানা পাড়া) গ্রামের মৃত আব্দুল আজাদের ছেলে মঞ্জুরম্নল ইসলাম (৩৪)।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ মার্চ) রাত ১১টার দিকে এলুয়ারি ইউনিয়নের জোয়ার গ্রামে ইটভাটার পার্শ্বে পরিত্যক্ত নির্জন এলাকায় জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে উলেস্নখিত পাঁচজনকে জুয়ার সরঞ্জামসহ আটক করে। একইভাবে একই রাতে আদালতের গ্রেপ্তারী পরোয়ানার আসামী ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া (থানা পাড়া) গ্রামের মঞ্জুরম্নল ইসলামকে আটক করা হয়।

অপরদিকে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯পিচ ট্যাফেন্টা বড়ি ও পাঁচ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৩১) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে বিজিবি’র হাবিলদার হাবিবুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে গতকাল শনিবার (১১ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD