1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ফুটবল খেলতে গিয়ে পদ্মায় চিরনিদ্রায় শায়িত হলো দুই বন্ধু
বাংলাদেশ । শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে ধ্বংস করে দিয়ে পালিয়েছেন – মির্জা ফখরুল নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বস্যার পানি সরাতে গিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ সিলেটে ট্রাফিক পুলিশের অ্যাকশন শুরু রেজিস্ট্রেশন বিহীন অবৈধ সিএনজি বিরুদ্ধে চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কালো পতাকা মিছিল ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ পোশাক কারখানা সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ হুন্ডি ব্যবসায়ি আটক মসজিদের উঠানে কাফনে মোড়ানো নবজাতকের লাশ সিলেটে টানা কয়েক দিনের তীব্র গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিং পুলিশের লুট হওয়া ০১টি পিস্তলসহ; গ্রেফতার ০১

ফুটবল খেলতে গিয়ে পদ্মায় চিরনিদ্রায় শায়িত হলো দুই বন্ধু

মিজানুর রহমান:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০৩ বার পড়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে কলেজ ছাত্র ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম (১৮) এর সলিল সমাধি হয়েছে। পদ্মায় ডুবে মৃত্যু হওয়া দুই বন্ধুকে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় একই সাথে দুই বন্ধুর নামাজে জানাযা শেষে ফিলিপনগর কবরস্থানে দাফন করা হয়। একই গ্রামের কলেজ ছাত্র দুই বন্ধু পদ্মা নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে গ্রামের সাধারণ মানুষ।

এরআগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ইউসুফ আলী ও সামিরুল ইসলাম পদ্মায় ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে খুলনা ডুবুরি দল। নিহত ইউসুফ আলী ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ এবং সামিরুল ইসলাম একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের কুমির উদ্দিন প্রামানিকের ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, দুইবন্ধু ইউসুফ আলী ও সামিরুল ইসলামসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পদ্মা নদীতে পড়লে ইউসুফ ও সামিরুল নদীতে নেমে ফুটবল তুলতে গিয়ে তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে সন্ধান না পেলে বিকেলে খুলনা থেকে ডুবুরি দল এসে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মাত্র ৭-৮ মিনিটের ব্যবধানে একইস্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ও নিখোঁজ ছাত্রদের প্রতিবেশী ফজলুল হক কবিরাজ জানান, একই গ্রামের কলেজ পড়ুয়া দু’জন ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহতদের আজ সকালে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD