যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাদেশের ন্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধক্ষ্য মোদাস্সের হোসেন দুলাল।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষার নিবেদিত প্রাণ,সফল ব্যাক্তিত্ব, সমাজ সেবক, শিক্ষা অনুরাগি, বিশিষ্ট শিল্পপতি, গোলাম ফারুক হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে প্রতিযোগিতায় বিস্কুট দৌড়,হাড়ি ভাঙা, অংক দৌড়, স্মৃতি পরীক্ষা, বাস্কেট বল, হামদ, নাত সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জে,সি,ও (অবসরপ্রাপ্ত) ছাইদ আহমেদ এবং সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবুল কাশেম । এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর পশ্চিম থানা আওয়ামীলীগের সদস্য সোহরাব হোসেন বিনু ,শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ আলম বাবু ভূঁইয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-অত্র কলেজের উপাধ্যক্ষ উম্মে সালমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন গণ্যমান্য সামাজিক ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে আগত বক্তারা অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য,সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে।