অভয়নগরে প্রভাবশালীর মৎস ঘেরের কারণে পানি নিষ্কাশনে বাঁধা ক্ষতিগ্রস্থ পাঁচ বিঘা জমির ফসল। জনৈক প্রভাবশালী ব্যক্তি ঘের কেটে মৎস চাষ করার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড তরফদার পাড়ায় পাঁচ বিঘা ফসলী জমি পানির নিচে তলিয়ে গেছে।
এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ঐ এলাকার বেশ কয়েকজন দরিদ্র কৃষক, যারা ঐ জমির ফসলের উপর সম্পূর্ণভাবে জীবিকা নির্বাহ করে থাকে। মৎস ঘের নির্মাণের পূর্বে এ ধরনের জলাবদ্ধতা ছিলনা এবং পানি গড়িয়ে নদীতে পড়ত। তাদের আশংকা ফসলী জমি তলিয়ে যাওয়ার কারণে রোপনকৃত ধান ঘরে তুলতে ব্যর্থ হলে জায়গা জমি বিক্রি করে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। বিষয়টি সমাধানের জন্য তারা ১২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগটি আমার দপ্তরে জমা পড়েছে কিনা বলতে পারছিনা, তবে বিষয়টি কৃষি কর্মকর্তার এখতিয়ারভূক্ত।উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।