“আনসার ও ভিডিপি সদস্যদের শারদীয় দূর্গাপূজায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেনো তাদের ধর্ম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারে সেদিকে নজর রাখতে হবে। কোন রকম বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। মদ্যপান ও জুয়ারি কাউকে ছাড় দেওয়া যাবে না। আনসার ও ভিডিপি সদস্যদের এই বিষয়ে নজর রাখতে হবে।” সোমবার সকালে আনসার ও ভিডিপি সদস্যদের পূজা মন্ডপে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়াকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন। কোন অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিক উপজেলা মনিটরিং টিমকে জানাতে হবে।” এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে সেবিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমান উপস্থিত ছিলেন।
জানা যায়, এবছর উপজেলার ১৮ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আনসার ও ভিডিপি সদস্যরা টহলে থাকবে। সর্বমোট ৩৪ জন আনসার ও ভিডিপি সদস্যরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবেন।