দেশের খ্যাতনামা পদ্মা ব্যাংকের(সাবেক দি ফারমার্স ব্যাংক)প্রায় ২০ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী ব্যবসায়ী এ বি এম মনজুর আলম কে গ্রেফতার করছে খুলশী থানা পুলিশ।জানা গেছে,পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ ব্রাঞ্চ থেকে রয়েল ডিপ সি এন্ড ফিসারিজ প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খুলেন উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী এ বি এম মন্জুরল আলম।পরবর্তীতে ২০১৬ সালে উক্ত প্রতিষ্ঠানের নামে ১৯,৯৬,৪৭,০১৫.৭৫ টাকার লোন গ্রহণ করেন।
পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও ব্যবসায়ী এম মনজুর আলম লোন পরিশোধ না করায় চেক ডিসঅর্ডার এর সি.আর মামলা নং -৬৬৪/২০১৭ প্রেক্ষিতে উদ্ভূত দায়রা মামলা নং -২৩৩৪/২০১৮ এর প্রেক্ষিতে যুগ্ম-মহানগর দায়রা জজ -৪ আদালত,চট্টগ্রামের ১৮.১১.২০১৮ সালে মনজুর আলম কে ১০ মাসের কারাদন্ড প্রদান করেন।
এরপর থেকে ব্যবসায়ী মনজুর আলম পলাতক ছিলেন।গত ১৮ নভেম্বর ২০১৮ সালে রায়ের প্রেক্ষিতে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী ব্যবসায়ী এ বি এম মনজুর আলম কে গতকাল (৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের গরীবুল্লাহ শাহ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশের একটি টিম।
খুলশী থানা সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত মনজুর আলম কে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে আগামীকাল সকালে জেলে পাঠানো হবে।পদ্মা ব্যাংক সূত্রে জানা গেছে,গ্রেফতারকৃত ব্যবসায়ী এম মনজুর আলমের দেনা সুদ-আসলে প্রায় ৩০ কোটি টাকা দাড়িয়েছে ।