1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দৈনিক কালজয়ী
বাংলাদেশ । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ।। ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সন্ধ্যা নামলেই এলইডির তিব্র আলো ঘটছে দুর্ঘটনা : চোখের মারাত্মক ক্ষতি শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন ।

নৌকা প্রতীকের গণসংযোগে হামলা; ককটেল বিষ্ফোরণ, গুলিবর্ষণ, ককটেল উদ্ধার ॥ আহত ১৫

ফয়সাল আহমেদ :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৯৯ বার পড়েছে
নৌকা প্রতীকের গণসংযোগে হামলা; ককটেল বিষ্ফোরণ, গুলিবর্ষণ, ককটেল উদ্ধার ॥ আহত ১৫

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি নির্বাচনে যেন চড় দখলের প্রতিযোগীতা চলছে। প্রচার প্রচারণার চেয়ে হুমকী দামকী অস্ত্রের মহড়া, জনগনকে ভয়ভীতি প্রর্দশণই বেশি চলছে। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে। এ নিয়ে জনগন আতঙ্কে দিন কাটাচ্ছে। উৎসবের ভোট এখন আতঙ্কে পরিনত হয়েছে।

উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকা প্রতীকের গণসংযোগের সময় নাওড়া এলাকায় ২৭ অক্টোবর বুধবার রাত সাড়ে ৭ টার দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ, ১০/১২ টি ককটেল বিষ্ফোরণ ও ৭/৮ ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করে।

দফায় দফায় থেকে সংঘর্ষ চলতে থাকে। ‘অ্যাকশন অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন, হাত পা কাইট্টা লা- চোখ খুইলা লা’ এমন হুমকির স্লোগান দিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের উপর তারা হামলা চালায়। একপর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।হামলায় আওয়ামীলীগ নেতা পচু প্রধান (৪০), ফজলুল হক (৪৫), যুবলীগ নেতা ওয়াসিম প্রধান (৩০), আমির হামজা (৪২), দুলাল (২২), ডাগু মিয়া (২৫) সহ ১৫ জন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে পুলিশ ৭টি ককটেল উদ্ধার করেছে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি জোসনা বেগম বলেন, নৌকা প্রতীকের গণসংযোগের সময় আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী মিজানুর রহমানের নির্দেশে জসীম উদ্দিন জসুর নেতৃত্বে আমাদের গণসংযোগে সন্ত্রাসীরা হামলা চালায়। এব্যাপারে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, গতকাল ২৭ অক্টোবর বুধবার প্রতীক বরাদ্দ পেয়ে আমার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা নাওড়া এলাকায় গণসংযোগকালে পূর্ব পরিকল্পিতভাবে বিনা উষ্কানিতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের উপস্থিতিতে জসীম উদ্দিন জসুর নেতৃত্বে তার সমর্থিত সন্ত্রাসীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত এ হামলা চালায়। হামলায় বহিরাগত সন্ত্রাসীরাও অংশ নেয়।

আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান সংঘর্ষের ঘটনাস্থলে তার উপস্থিতি অস্বীকার করে বলেন, হামলার ঘটনায় আমার কোন কর্মী সমর্থক জড়িত নয়। এর বাইরে তিনি কিছু বলতে অনীহা প্রকাশ করেন। সুষ্ঠু তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নাওড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য আগামী ১১নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD